ছবিতে সবুজ লতাপাতার স্থানটি সহ সামনের ময়লা স্তুপটিও এক সময় ছিল ডোবা। ময়লা ফেলতে ফেলতে ভরে গেছে। বর্ষায় পানি জমার পর নতুন কিছু উদ্ভিদ মাথা চারা দেয়। যার ভিতরে কাঁটা শাকই বেশী। কিছু নিম্ন আয়ের মানুষদের শিশুরা তা তুলছে ভাজি করে খাওয়ার জন্য।
স্থানটি বেশ ভয়ংকর ভিতরে বিশাক্ত পোকা মাকর থাকা স্বাভাবিক। তবু উদর পূর্তির জন্য সব তুছ্য।
Post a Comment